হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ চান শচীন

ঢাকা: ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছর বিরতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চান শচীন টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির আরও চাওয়া, বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও যেন ২-৩ মাসে শেষ হয়।

টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ২০১৯ সালের ১ আগস্ট অ্যাশেজ দিয়ে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কাল সাউদাম্পটনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-ভারত ফাইনাল ম্যাচ দিয়ে দুই বছর ধরে চলা টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হতে যাচ্ছে। শচীন বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি ওয়ানডে বিশ্বকাপের মতো হয়, তবে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ 

এ সময় শচীন যোগ করে বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও চার বছর পরপর হলে ভালো হয়। আগে থেকে ঠিক করতে হবে কারা টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায়। তাতে বিশ্বকাপের মতো ২-৩ মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতেও সুবিধা হবে।’ 

এর আগে ভারতের ক্রিকেট কিংবদন্তি কপিল দেব ও রবি শাস্ত্রী তিন টেস্টের ফাইনালের প্রস্তাব দিয়েছিলেন। শচীনও কপিল–শাস্ত্রীর সঙ্গে একমত। তিনি বলেন, ‘কয়েক মাস আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। ফাইনালটাও সিরিজের মতো হলে ভালো হয়। তিন টেস্টের ফাইনাল হওয়াটাই যুক্তিযুক্ত।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ