হোম > খেলা > ক্রিকেট

মুশফিকদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি বিজয়ের, কত দূরে তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেঞ্চুরির রেকর্ডে তামিমকে তাড়া করছেন বিজয়। ছবি: বিসিবি

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিবর্ণ শুরুর পর এনামুল হক বিজয় ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিজয় ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। ৪০-এর বেশি টানা তিন ইনিংস খেলার পর আজ বিজয় পেয়েছেন সেঞ্চুরি।

বিজয় আজ সেঞ্চুরি করেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে বিজয় খেলেছেন ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্যা হলো ২১। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ তে সর্বোচ্চ ২৪ সেঞ্চুরির রেকর্ড তামিমের। এবারের ডিপিএলে তিনি টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৩৬ রান। গাজীর অধিনায়ক বিজয় ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ম্যাচেই মোহামেডানের তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।

৩৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান এখন পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। মুশফিকুর রহিম ১৩ বলে ১০ রানে ব্যাটিং করছেন। আরিফুল ইসলাম ৪ বলে করেছেন ১ রান। ওপেনার রনি তালুকদার ৯০ বলে চারটি করে চার ও ছক্কায় ৭৪ রান করেন। অধিনায়ক তামিম ৩৪ বলে করেছেন ৪৮ রান।

স্বীকৃত ক্রিকেটে বিজয় এখন পর্যন্ত ৪৮ সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৪। স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন তিন বার। লিস্ট ‘এ’ সংস্করণের ২১তম সেঞ্চুরি তো আজই করেছেন তিনি।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান