ক্রীড়া ডেস্ক
সাইক্লোন, টর্নেডো—রাজকোটে আজ স্মৃতি মান্ধানার ব্যাটিংকে বর্ণনা করতে এই শব্দগুলোই মনে পড়বে সহজে। আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়ে মান্ধানা তুলে নিয়েছেন রেকর্ড সেঞ্চুরি। বিধ্বংসী এই সেঞ্চুরিতে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মান্ধানা সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭০ বলে। ভারতীয় নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এটা দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটি ছিল হারমানপ্রীত কৌরের। ২০২৪ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৮৭ বলে।
৭০ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে মান্ধানার সেঞ্চুরির সংখ্যা এখন ১০। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১৫ সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিং। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সুজিয়া বেটস ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৩ বার। মান্ধানার সমান ওয়ানডেতে ১০ সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে কোনো দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে দুইয়ে উঠে এলেন মান্ধানা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর ছক্কা ১০। ১৪ ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই কীর্তি গড়েছিলেন লঙ্কান ক্রিকেটার। ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্লো টাইরন মেরেছিলেন ৯ ছক্কা।
অস্ট্রেলিয়ার তারকা এলিস পেরির রেকর্ডও ভেঙেছেন মান্ধানা। ৪২০৯ রান করে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় মান্ধানা এখন ১১ নম্বরে। রাজকোটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮০ বলে ১৩৫ রান করেছেন তিনি। মেরেছেন ১২ চার ও ৭ ছক্কা। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ১২ নম্বরে থাকা পেরির রান ৪১৮৫ রান। ৭৮০৫ রান করে এই তালিকায় সবার ওপরে ভারতের মিতালি রাজ।