ক্রীড়া ডেস্ক
দুসময়ের সংজ্ঞাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন গৌতম গম্ভীর। তাঁর অধীনে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজে ধুঁকছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার জানা গেল ভারতের পরের সিরিজে তিনি থাকছেন না প্রধান কোচের দায়িত্বে।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা গম্ভীরের চাকরি কি তবে চলেই গেল? এ প্রশ্ন এখন অনেকের মনে আসাটাই স্বাভাবিক। আসলে ব্যাপারটা তা নয়। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের প্রধান কোচের দায়িত্বে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে গম্ভীর আবার ফিরবেন ভারতের কোচ হয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা আজ ক্রিকবাজকে নিশ্চিত করেছেন।
১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। এই সিরিজের পরই ভারত চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৮, ১০, ১৩ ও ১৫ নভেম্বর হবে চারটি টি-টোয়েন্টি। এই সিরিজের এক সপ্তাহ পরই শুরু বোর্ডার-গাভাস্কার সিরিজ। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি আগে ঠিক করা ছিল না। কদিন আগে বিসিসিআই এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-এর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ভারতীয় দল রওনা দেবে ৩ নভেম্বর। ডারবানে ৮ নভেম্বর শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ তিনটি টি-টোয়েন্টি হবে পোর্ট এলিজাবেথ, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে। প্রোটিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
৬২.৮২ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শীর্ষে ভারত। তবু তাদের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা রয়েছে। যেখানে দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০। তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৫৫.৫৬, ৫০ ও ৪৭.৬২। বোর্ডার-গাভাস্কার ট্রফিটা তাই চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করতে অনেক প্রভাব ফেলবে।
৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে গোলাপী বলে। ব্রিসবেনে ১৪ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজের চতুর্থ টেস্টটাই বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর হবে এই টেস্ট। নতুন বছরে দল দুটি খেলবে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে শেষ টেস্ট। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো তারকারা থাকছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে।
আরও পড়ুন:
ভারতের দায়িত্ব নিলেন গম্ভীর, সুফল পেল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা