হোম > খেলা > ক্রিকেট

করোনা এবারের আইপিএলে বাধা হতে পারবে না, বললেন সৌরভ 

করোনায় ২০২১ আইপিএল মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে গড়িয়েছিল দ্বিতীয় পর্ব। তবে ২০২২ আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ মনে করেন, এবার আর করোনা বাধা হতে পারবে না।

আইপিএল ভারতের টুর্নামেন্ট তাই এটি ভারতের মাঠেই হওয়া উচিত মনে করেন সৌরভ। সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি আমাদেরই   টুর্নামেন্ট। ভারতে খেলা হলে এর পরিবেশ একেবারে আলাদা হয়।’  

সম্প্রতি ভারত নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছিল। এরপর টানা সিরিজ কয়েকটি সিরিজ খেলবে ভারত। এসব উল্লেখ করে সৌরভ বলেন, ‘ভারতে এখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা হচ্ছে। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ আছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি।’

করোনার কথাও মাথায় আছে সৌরভের। তবে তিনি আশাবাদী করোনা এবার আইপিএলের প্রভাব ফেলতে পারবে না, ‘করোনা সমস্যা থাকা সত্ত্বেও ২০২১ আইপিএল দুবাইতে নিয়ে শেষ করতে সফল হয়েছি আমরা। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। এখনো পর্যন্ত করোনা নিয়ে সমস্যায় পড়তে হয়নি।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন