আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর অবসরের ঘোষণায় সমবেদনা জানিয়েছেন সতীর্থ ক্রিকেটাররা। আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেনরা নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জাতীয় দলে লম্বা সময়ের সতীর্থ মুশফিকের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের।
মাহমুদউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক। তবে টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সুখকর অভিজ্ঞতা। যেকোনো সংস্করণে তোমার পরিশ্রম অনুকরণীয় হয়ে থাকবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর নিয়ে আফিফ লিখেছেন, ‘মুশফিক ভাই, আশা করছি আপনার ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যের হবে।’ অলরাউন্ডার মোসাদ্দেক লিখেছেন, ‘যা কিছু করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। মি. ডিপেন্ডেবল, আশা করছি আপনার ওয়ানডে ও টেস্ট যাত্রা আরও সুন্দর হবে।’
মুশফিককে নিয়ে নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আপনি আমাদের অনুকরণীয়। সামনের দিনের জন্য শুভকামনা।’ টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘মুশফিক ভাই, আপনার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সব সময় আনন্দের ছিল। আমরা আশা করি, ওয়ানডে ও টেস্টে বাংলাদেশকে আপনি আরও অনেক কিছু দেবেন।’