হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজে ভালো করতে চাই

পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট উইন্ডিজ। পাকিস্তানের মাটিতে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান জানিয়েছেন এখন তাঁদের চোখ ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে। এই সিরিজে ভালো করতে চায় তাঁর দল। 

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সিরিজ শুরু হবে ১৬ জুন। অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। সব মিলিয়ে এই সফরে তাঁরা বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ওয়েস্ট উইন্ডিজ। রোববার সিরিজের শেষ ওয়ানডেতে ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৩ রানে হারে পুরানের দল। এর আগে ২য় ওয়ানডেতে হেরেছিল ১২০ রানের বড় ব্যবধানে। আর প্রথম ম্যাচে তাঁরা ৩০৬ রান করেও পাকিস্তানি ব্যাটারদের দৃঢ়তায় হেরেছিল ৫ উইকেটে। 

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খবর জানতে - এখানে ক্লিক করুন

দলের এমন পারফরম্যান্সের পর পুরান বলেছেন, ‘শেষ দুই ম্যাচ আমরা খুবই বাজে খেলেছি। প্রথম ম্যাচে অবশ্য আমরা ভালো খেলেছিলাম। এ সিরিজে অনেক কিছু শিখেছি। সামনের সিরিজে তা কাজে লাগাতে চাই। আর এ সিরিজে যাঁরা চ্যালেঞ্জ নিয়েছেন তাঁদের জন্য আমি গর্বিত।’ পুরান পাকিস্তানের দর্শকদের (বিশেষ করে মুলতানের দর্শক) ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এখানকার দর্শকরা অসাধারণ। আমরা তাঁদেরকে ভালোবাসি। এটা প্রশংসার যোগ্য কারণ তাঁরা ক্রিকেটকে সমর্থন করেছেন।’ 

এই সম্পর্কিত পড়ুন:

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস