Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাভুমার সমান রানই করতে পারল না শ্রীলঙ্কা, গড়ল লজ্জার রেকর্ড

ক্রীড়া ডেস্ক   

বাভুমার সমান রানই করতে পারল না শ্রীলঙ্কা, গড়ল লজ্জার রেকর্ড
সতীর্থদের সঙ্গে ইয়ানসেনের উইকেটে উদ্‌যাপন। ছবি: এএফপি

৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।

নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন স্কোরে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এর আগেরটি ছিল ক্যান্ডিতে। পাকিস্তানের বিপক্ষে ১৯৯৪ সালে তারা গুটিয়ে গিয়েছিল ৭১ রানে। আজ শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ দুমড়ে মুচড়ে দিয়েছেন প্রোটিয়া পেসাররা। তার মধ্যে ৪১ বল করে ১৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন। নিজের ৬ ওভারের মধ্যে লঙ্কানদের ৫ উইকেট তুলে নেন তিনি।

সফরকারীরা উইকেটে টিকতে পেরেছে ঘণ্টাখানেকেরও মতন। ১৩.৫ ওভারে হারিয়ে সব উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই কোনো দলের সর্বনিম্ন স্কোর। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৯৫,২০০১ সালে কেপটাউনে।

বৃষ্টির কারণে স্বাগতিকেরা গতকাল সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন পার করেছিল ৪ উইকেটে ৮০ রান নিয়ে। আজ ২৮ রান নিয়ে ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করেন টেম্বা বাভুমা। তাঁর ৭০ রানের সুবাদে প্রোটিয়ার প্রথম ইনিংসে করে ১৯১ রান। আজ প্রথম ইনিংসে বাভুমার রানটুকুও করতে পারল না শ্রীলঙ্কা।

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা