হোম > খেলা > ক্রিকেট

চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য আজ শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। ১৬ দলের দলে ফিরেছেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। দলে নতুন মুখ পেসার যশ দয়াল। 

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর তিন আলাদা আলাদা ভেন্যুতে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। 

এই সিরিজের জন্য বাংলাদেশ মিরপুরে প্রস্তুতি পর্ব সারছে। তবে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুয়েক দিনের মধ্যে হতে পারে দল ঘোষণা। আগামীকাল ভারতের ভিসাপ্রক্রিয়া শেষ হতে পারে নাজমুল হোসেন শান্তদের। ১৫ সেপ্টেদের ভারতে রওনা দেওয়ার কথা তাঁদের। তার আগে ১২ সেপ্টেম্বর ঢাকায় ফিরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন চন্ডিকা হাথুরুসিংহে সহ বিদেশি কোচিং স্টাফরা। 

ভারত প্রথম টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন