হোম > খেলা > ক্রিকেট

যুক্তরাষ্ট্রে পা রেখেই ঝড়ের মুখে পড়েছেন সাকিব-মাহমুদউল্লাহরা

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দল। প্রায় ২৭ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশ সময় আজ সকালে টেক্সাসের হিউস্টনে পৌঁছেছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। 

তবে দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের চতুর্থ জনবহুল শহরে পৌঁছেই দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস রাজ্যে ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্রঝড়ের কবলে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানকার ১০ লাখ মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রচণ্ড বাতাসে জানালার কাচের ভাঙায় হিউস্টন শহরের রাস্তাগুলো ঢাকা পড়েছে। ঘণ্টায় প্রায় ৮০ থেকে সর্বোচ্চ ১০০ মাইল বেগে বাতাস হয়েছে বলে জানা যায়। 

প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে ৪ জন মারা গেছেন বলে জানিয়েছেন টেক্সের মেয়র জন হুইটমায়ার। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে শহরটির স্কুল-কলেজ বন্ধ থাকার কথা জানা গেছে। প্রয়োজন ছাড়া লোকদের বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া অফিসের কর্মীদেরও বাড়িতে থাকতে বলা হয়েছে। 

হিউস্টন শহরের লোকজন কঠিন সময়ের মুখোমুখি হলেও বাংলাদেশ দল নিরাপদে আছে বলে জানা গেছে। আজকের পত্রিকাকে দলের এক ক্রিকেটার জানিয়েছেন, হিউস্টনের সকালটা যথেষ্ট মেঘলা। তাঁরা অবশ্য ঝড়ের পূর্বাভাস সম্পর্কে অবগত। আজ কোনো অনুশীলনও নেই, বাংলাদেশ দল দিনটা কাটাবে বিশ্রামেই। দলের প্রস্তুতি শুরু করার কথা কাল থেকে।

হিউস্টনে পৌঁছার পর বাংলাদেশ ওয়েস্টেইন হোটেলে উঠেছে। এই শহরের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ দল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। হোটেল থেকে মাঠটি গাড়িতে ৪০-৪৫ মিনিট দূরত্বে। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের সিরিজটি খেলব বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২১ মে। আর বাকি দুটি ২৩ ও ২৫ মে।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন