ক্রীড়া ডেস্ক
ফর্মে থাকলে বিরাট কোহলির ব্যাটে যে রানের ফোয়ারা ছোটে, তা দেখা গেছে সদ্য সমাপ্ত ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে। তিন ম্যাচে দুটো সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের আরও কাছে পৌঁছলেন কোহলি। সুনীল গাভাস্কার বিশ্বাস করেন, আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই শচীনের রেকর্ডে ভাগ বসাবেন কোহলি।
শুধু শ্রীলঙ্কা সিরিজেই নয়, বাংলাদেশের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কোহলি। নিজের সর্বশেষ চার ওয়ানডেতে তিন সেঞ্চুরিতে এই সংস্করণে কোহলির সেঞ্চুরি হলো ৪৬টি। যেখানে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। আর এ বছরের মার্চের শেষে আইপিএল শুরুর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবে ভারত। ১৮ জানুয়ারি হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
গাভাস্কার মনে করেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই সিরিজেই শচীনের রেকর্ডে ভাগ বসাতে পারেন কোহলি। ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আছে আরও তিন ম্যাচ। তাহলে আইপিএলের আগে আমরা ছয় ওয়ানডে ম্যাচ খেলব। আর তার (কোহলি) দরকার তিন সেঞ্চুরি। যেভাবে সে ব্যাটিং করছে, তাহলে আইপিএলের আগে তিন সেঞ্চুরির আশা কেন করতে পারি না।’
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় সবার ওপরে আছেন শচীন। সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার। শচীনের পর দ্বিতীয় স্থানে থাকা কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৭৪ সেঞ্চুরি। শচীন, কোহলির পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ৭১ সেঞ্চুরি।