Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

জাতীয় দলে সৌম্যর জায়গায় কি ইমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় দলে সৌম্যর জায়গায় কি ইমন

চট্টগ্রামে বাংলাদেশ দলের রুদ্ধদ্বার বিশেষ অনুশীলন ক্যাম্পের শেষ দিন আজ। নির্বাচক প্যানেলের সদস্যরা গতকাল পৌঁছেছেন বন্দরনগরীতে। খেলোয়াড়দের অনুশীলন দেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণাই গাজী আশরাফ হোসেন লিপু-হান্নার সরকারদের উদ্দেশ্য। আজ ঘোষণা হয়ে যেতে পারে জিম্বাবুয়ে সিরিজের দল। তা নির্ভর করছে আজ টিম ম্যানেজমেন্টের সঙ্গে নির্বাচকদের আলোচনার ওপর।

গতকাল এক নির্বাচক আজকের পত্রিকাকে ফোনে বললেন, ‘চট্টগ্রামে কালকে (আজ) বসব আমরা। কালও দল ঘোষণার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে দেরি হয়, পরদিনও হতে পারে (কাল) সর্বোচ্চ। এ দুই দিনের মধ্যে দেওয়া হবে। যাদের দলে সুযোগ হবে না, তারা প্রিমিয়ার লিগ খেলবে।’

সে কারণে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের তৃতীয় রাউন্ড একটু পিছিয়ে দেওয়া হয়েছে (৩০ এপ্রিল)। কাল এমআরআই রিপোর্টে সুখবর মেলেনি সৌম্য সরকারের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হাঁটুতে চোট পাওয়া বাঁহাতি ওপেনারকে জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে যে পাওয়া যাচ্ছে না, সেটি অনেকটা নিশ্চিত। চিকিৎসা বিভাগ জানিয়েছে, চোট থেকে ৭০ ভাগ সেরে উঠেছেন সৌম্য। পুরোপুরি ফিট হতে আরও দিন দশেক লাগবে। ব্যাটিং করতে পারলেও ফিল্ডিংয়ের জন্য পুরোপুরি ফিট নন এই ওপেনার।

সৌম্যকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। সামনে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। জানা গেছে, সৌম্যর জায়গায় সুযোগ হতে পারে পারভেজ হোসেন ইমনের।

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত