ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি গল মার্ভেলসের মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ। আজ খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
টুর্নামেন্টের ৬ দলের একটি গল মার্ভেলস। এই দলে খেলছেন সাকিব আল হাসান। টি-টেন লিগে খেলতে এখন তিনি শ্রীলঙ্কায়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের হয়ে খেলতে না পারলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন তিনি। এমনিতে বাজে সময় যাচ্ছে সাকিবের। তার মধ্যে এবার গ্রেপ্তার হলেন তাঁর দলের মালিক।
জাতীয়তায় ভারতীয় প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করা হয় গতকাল। এ নিয়ে পুলিশ জানিয়েছে, ‘লঙ্কা টি-টেন সুপার লিগের দল গল মার্ভেলসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।’ আজ তাকে আদালতেও হাজির করা হয়। কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত তাঁর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রেম ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই খেলোয়াড় প্রস্তাব নাকচ করে দেন এবং আইসিসির ফিক্সিং-বিরোধী ইউনিটকে অবহিত করেন।
এই ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ। টি-টেনের প্রথম সংস্করণেই এমন কাণ্ড উদ্বেগ বাড়িয়েছে সংশ্লিষ্ট সবার মধ্যে। তবে মালিক গ্রেপ্তার হলেও সূচি অনুযায়ী খেলছে গল মার্ভেলস।