হোম > খেলা > ক্রিকেট

শচীনের সেঞ্চুরির সেঞ্চুরি স্পর্শ করতে পারেন কোহলি, বলছেন শাস্ত্রী

ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ফিফটি করেছেন বিরাট কোহলি। ছাড়িয়ে গেছেন পূর্বসূরি শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডকে। সেটিই আবার ভারতীয় কিংবদন্তির ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। 

একসময়ের সতীর্থকে ছাড়িয়ে যাওয়ার পর শচীনকে কুর্নিশ করতেও ভুলে যাননি কোহলি। সেঞ্চুরির পর দুই হাত ও মাথা অবনমিত করে শ্রদ্ধা জানিয়েছেন ‘রান মেশিন’ খ্যাত এই ব্যাটার। মুম্বাইয়ের পর আরেকটি কুর্নিশ দেওয়ার সুযোগ পাবেন কি না কোহলি, তা নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। আর সেটি হচ্ছে শচীনের সেঞ্চুরির সেঞ্চুরি স্পর্শ করার আলোচনা। 

আলোচনাটা অবশ্য অনেক আগ থেকেই হয়ে আসছিল। তবে মাঝে সাড়ে তিন বছরের মতো কোনো সংস্করণে সেঞ্চুরি না পাওয়ায় তা একটু আড়ালেই চলে গিয়েছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৮০তম সেঞ্চুরি করার পর আলোচনা আগের থেকে আরও বেশি করে হচ্ছে এখন। 

শচীনের রেকর্ড কোহলি স্পর্শ করতে পারবেন বলে অনেক দিন ধরেই বলে আসছেন শোয়েব আখতার। পাকিস্তানি পেসারের সঙ্গে একমত রবি শাস্ত্রীও। সেটিও আবার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ চেয়ে আরও বেশি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার। 

কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি করার বিষয়টি এক পডকাস্টে জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘কে ভেবেছিল শচীন ১০০ শতক করবে আর কেউ একজন সেটার ধারেকাছে আসবে! তার (কোহলি) এখন ৮০টি আন্তর্জাতিক শতক। ৫০টা এসেছে ওয়ানডেতে, যা এই সংস্করণে শীর্ষে।’ 

কোহলি কেন সেঞ্চুরি করতে পারবেন, তার ব্যাখ্যা এভাবে করেছেন শাস্ত্রী—‘এমন খেলোয়াড়দের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। যখন তারা শতক হাঁকানো শুরু করে, তখন একের পর এক বড় রান করতেই থাকে। তার কাছ থেকে পরে ১০ ইনিংসে হয়তো আরও ৫টি শতক দেখতে পাবেন। কোহলি তিন সংস্করণেই খেলছে। তার মধ্যে এখন তিন-চার বছরের ক্রিকেট আছে, যা সত্যিই অবিশ্বাস্য।’ 

কোহলির বাকি ৩০ সেঞ্চুরির একটি টি-টোয়েন্টিতে আর ২৯টি টেস্টে। শচীনের ১০০ সেঞ্চুরি খেলতে ইনিংস লেগেছে ৭৮২টি। সেখানে ভারতের সাবেক অধিনায়ক ৫৭৩ ইনিংসেই ৮০টি করেছেন। ‘লিটল মাস্টারের’ রেকর্ড স্পর্শ করতে আর ২০ সেঞ্চুরি লাগবে কোহলির। সেটা করতে ফিটনেস ও ফর্ম সবকিছুই তাঁর পক্ষেও আছে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ