ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ এপ্রিল। শেষ হতে হতে মে মাসের প্রথম সপ্তাহ। এই সিরিজের পর ঘরের মাঠে ব্যস্ততা বাড়বে জিম্বাবুয়ের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে। ত্রিদেশীয় সিরিজটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। ১৪ জুলাই জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ডাবল লিগ পদ্ধতির এই সিরিজের ফাইনাল হবে ২৬ জুলাই। সিরিজের সাত ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। ত্রিদেশীয় সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা। ২৮ জুন বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৬ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ জুলাই বুলাওয়েতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টেরও ভেন্যু বুলাওয়ে। এবারের টেস্ট সিরিজ দিয়ে ১১ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে জিম্বাবুয়ে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের মাঠে দক্ষিণ আফ্রিকা সবশেষ টেস্ট খেলেছিল ২০১৪ সালে। ১৯৯৫ থেকে ২০১৪ পর্যন্ত ১৯ বছরে জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারাই জিতেছে চারটি। একটি টেস্ট ড্র হয়েছে।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। যদি পাঁচ দিন গড়ায়, তাহলে এই টেস্ট শেষ হবে ২ মে। বাংলাদেশ সিরিজের পর জিম্বাবুয়েকে এরপর উড়াল দিতে হবে ইংল্যান্ডে। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ে-ইংল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট শুরু ২২ মে।