ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে আন্দ্রে রাসেল কতটা বিধ্বংসী সেটা আর না বললেও চলছে। বিশ্বের যেকোনো প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে একের পর এক ছক্কা মেরে বোলারদের তছনছ করতে তিনি সিদ্ধহস্ত। সদ্য সমাপ্ত ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ঝড় তুলেছেন রাসেল। বিপিএল শেষেও যেন রাসেল ঝড়ের রেশ থেকে গেছে বাংলাদেশে।
বিপিএল শেষে গতকাল শুরু হলো এ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কানদের ছন্নছাড়া করতে থাকেন। চারের চেয়ে ছক্কা মারতেই যেন বেশি সাবলীল ছিলেন। যার মধ্যে একটি ছক্কা মেরে রীতিমতো তাক লাগিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে মাতিশা পাতিরানাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা মারেন মাহমুদউল্লাহ। ধারাভাষ্যকক্ষে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ছাদে গিয়ে হলো ছক্কা।’ মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং যে চোখ এড়ায়নি বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের। ম্যাচ চলার সময় ফেসবুকে এক পোস্টে চন্দ্রশেখরন বলেন, ‘সর্বশেষ আমি সিলেট স্টেডিয়াম পার করতে দেখেছি ড্রে রাসকে। রিয়াদ ভাই দারুণ।’