ক্রীড়া ডেস্ক
সরাসরি মুখে কোনো কিছু না বললেও দুজনের সম্পর্ক যে শীতল তা সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডে জানান দিচ্ছেন বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী। যেন সাপে-নেউলে সম্পর্ক ভারতের দুই ক্রিকেট কিংবদন্তির।
একজন আরেকজনকে ‘আনফলো’ করা শুরু করেছেন সামাজিক মাধ্যমে। শুরুটা করেছেন কোহলি। গত পরশু ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করেছেন তিনি। আর আজ তার জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি। তিনিও সামাজিক মাধ্যমটিতে আনফলো করলেন ভারতীয় ব্যাটারকে।
দুজনের সম্পর্কের অবনতি সৌরভের বিসিসিআই সভাপতি থাকার সময়। নিজের ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পেছনে পূর্বসূরিকেই দায়ী করেন কোহলি। সম্পর্কের অবনতি সেখানে শুরু হলেও মাঝে অনেক দিন এ নিয়ে কোনো বিতর্ক বা সমালোচনা ছিল না।
তবে গত শনিবার আইপিএলে বেঙ্গালুরু-দিল্লি ম্যাচের এক ঘটনায় বিষয়টি আবার সামনে আসে। ম্যাচ শেষে দিল্লির খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছিলেন কোহলি। একই ভাবে সৌরভও করছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গেও। কিন্তু কোহলির সঙ্গে হাত মেলানোর সময় আসলে তিনি এড়িয়েন যান ভারতীয় ব্যাটারকে। ব্যাপারটি ভালো না লাগায় গত পরশু হয়তো এ কারণেই ভারতের সাবেক অধিনায়ককে আনফলো করেছিলেন কোহলি। আর দুই দিন পর একই কাজ করলেন সৌরভও।