হোম > খেলা > ক্রিকেট

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৯৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ডের মেয়েরা। ছবি: বিসিবি

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের মেয়েদের। বিপরীতে আইরিশদের জন্য সিরিজে সমতায় ফেরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

শুরুটা অবশ্য ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ৯ ও ৩৫ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়েন সফরকারীরা। সারাহ ফোর্বস ১৩ ও অধিনায়ক গ্যাবি লুইস ২ রানে আউট হয়েছেন। তবে তৃতীয় উইকেটে অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্টের দৃঢ়তায় ঘুরে দাঁড়ান অতিথিরা। ৯১ রানের জুটি গড়ে দলের ২০০ ছুঁই ছুঁই স্কোরে রেখেছেন অবদান।

কিন্তু ৩৫তম ওভারে ওরলা প্রেন্ডারগাস্ট (৭২ বলে ৩৭ রান) সিঙ্গেল নিতে গিয়ে রাবেয়া খানের সরাসরি থ্রোয়ে রান আউট হলে ভাঙে জুটি। একই ওভারে পঞ্চম ডেলিভারিতে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ৮৮ বলে ৬৮ রান করা অ্যামি হান্টার বিদায় নেন। টানা দুই উইকেট হারিয়ে ব্যাটিং মোমেন্টাম হারান আইরিশরা।

৫ নম্বরে নামা লরা ডেলানি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে তাঁর ৫০ বলে ৩৩ রান করার পর ইনিংসের শেষ ওভারে ডাবল নিতে গিয়ে তিনি রান আউট হন। ম্যাচের শেষ ওভারে ৩ নম্বর বলে উনা রেমন্ড-হোয়েও (২১*) মিড অনে ডাবল নিতে গিয়ে নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝিতে রান আউটের শিকার হন লরা ডেলানি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৯৩ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার সুলতানা খাতুন ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার পান একটি করে উইকেট। ফিল্ডারদের অসাধারণ নৈপুণ্যে দুটি রান আউট এনে দেয় গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু।

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন