হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তানকে ধন্যবাদ দিতে চাই রেকর্ড পরাজয়ের জন্য’

ক্রীড়া ডেস্ক

নিজেদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। দুটো তিক্ত অভিজ্ঞতাই হলো আট মাসের মধ্যে। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ৩-০ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার।

ঘরের মাঠে ২০২১ সাল থেকে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। ৬ টেস্ট হেরেছে, ড্র করেছে ৪ টেস্টে। সীমিত ওভারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়। তার আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই।

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ফুঁসে উঠেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বিবেচনায় গত কয়েক বছরে দেশটির ক্রিকেটের কতটা অবনমন হয়েছে, সেই সংকেতটা যেন স্পষ্ট হলো বাংলাদেশের কাছে হারে।

বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়া পর পাকিস্তানের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। অক্টোবরে নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার মতে, এই বিমর্ষ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অলৌকিক কিছুর প্রয়োজন পাকিস্তানের।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় রমিজ বলেছেন, ‘তিন বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ছিল। বরং পাকিস্তানকে ধন্যবাদ দিতে চাই রেকর্ড পরাজয়ের জন্য। জানি না, পাকিস্তান ক্রিকেট কীভাবে ঘুরে দাঁড়াবে।’

অলৌকিক কিছুর সহায়তা না পেলে ইংল্যান্ডের বিপক্ষে আরেক বিপর্যয়ে দেখছেন রমিজ, ‘বর্তমান পরিস্থিতিতে অলৌকিক কিছুই সাহায্য করতে পারে পাকিস্তানকে। যেহেতু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল কিছুদিনের মধ্যেই আসছে। আরেকটি বিপর্যয় সহ্য করতে পারবে না পাকিস্তান।’

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলে রমিজ বলেন, ‘শান মাসুদকে জবাব দিতে হবে। কারণ, সে দলকে নেতৃত্ব দিচ্ছে। একজন নেতার কাজ নিজ দলের হয়ে ম্যাচ জেতা। শান মাসুদ অনেক জায়গায় ভুল করেছে। আমি মানছি, সে এখনো নতুন অধিনায়ক এবং বোলিং আক্রমণটাও তরুণ। শান নিজেই এই আক্রমণ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে জানত ফিটনেসের দিক থেকে কোন জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান দল।’

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন