Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

রোহিতের উত্তরসূরির নাম বললেন কাইফ

ক্রীড়া ডেস্ক    

রোহিতের উত্তরসূরির নাম বললেন কাইফ
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে কাইফের পছন্দ পন্ত। ছবি: সংগৃহীত

বিরাট কোহলি থেকে নেতৃত্বের ভার উঠেছিল রোহিত শর্মার কাঁধে। ভারতীয় ওপেনার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সিক্ত হয়েছিলেন দেশবাসীর ভালোবাসায়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখতে হচ্ছে এখন।

সদ্য ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিজেদের ইতিহাসে প্রথমবার এমন তিক্ত স্বাদ পাওয়ার পর রোহিতের অধিনায়কত্ব এখন যায় যায়। সামনে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার সিরিজ। সেই সফরে তাঁর খেলা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

সাবেক ক্রিকেটার ও সমর্থকদের সমালোচনার তিরে বিদ্ধ তো হচ্ছেনই, এরই মধ্যে ৩৭ বছর বয়সী রোহিতের উত্তরসূরিও খোঁজা শুরু করে দিয়েছেন অনেকে। ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ নিজের পছন্দের অধিনায়কের নামও জানিয়ে দিয়েছেন। কিউই সিরিজে দারুণ ব্যাট করা উইকেটরক্ষক ঋষভ পন্তকেই পছন্দ তাঁর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্পোর্টস টক নামে এক লাইভ সেশনে ভারতের ভবিষ্যৎ টেস্ট অধিনায়ক হিসেবে পন্তকেই এগিয়ে রাখছেন কাইফ। এই ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটারের ম্যাচ জেতানো পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ছন্দময় ব্যাটিং দিয়ে পন্ত নিজেকে প্রমাণ করেছেন মনে করেন কাইফ।

ভারতের সাবেক কিংবদন্তি ফিল্ডার বলেছেন, ‘বর্তমান দলের মধ্যে শুধু ঋষভ পন্তই টেস্ট অধিনায়ক হওয়ার একমাত্র দাবিদার। সে এটার যোগ্য। যখন সে খেলে, ভারত দলকে সামনে এগিয়ে নেয়। যে নম্বরেই সে ব্যাটিংয়ে নামুক না কেন, সে ম্যাচ জেতানো ইনিংস খেলতে প্রস্তুত থাকে। সে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনেও রান করেছে। সে পরিপূর্ণ এক ব্যাটার।’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও

অতিরিক্ত ডট বলই ডুবিয়েছে বাংলাদেশকে, শান্তর দায় স্বীকার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

পাকিস্তানকে সঙ্গে নিয়ে ছিটকে পড়ল বাংলাদেশ

বাংলাদেশের সেরা বোলার হবেন নাহিদ রানা, সাবেক ভারতীয় পেসারের ভবিষ্যদ্বাণী