হোম > খেলা > ক্রিকেট

নান্নু বলছেন, নাসিরকে আগে খেলতে দিন

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নাসির হোসেন। মাঝে চোটের কারণে সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি। এবার ফিরেই দুর্দান্ত ছন্দে আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অনেকের কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন এই অলরাউন্ডার।

এবার নাসিরের প্রশংসা করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘সে ভালো প্রত্যাবর্তন করেছে। তবে আগে তাকে খেলতে দিন।’ আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে এমনটিই জানিয়েছেন তিনি।

নান্নু বলেছেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। তাকে আগে খেলতে দিন। ধারাবাহিক হতে হবে। কারণ, অনেক দিন পর ক্রিকেটে ফিরে পারফর্ম করা একজন খেলোয়াড়ের জন্য বিরাট ব্যাপার। সে ভালো প্রত্যাবর্তন করেছে।’

এবারের বিপিএলে আজকের ম্যাচের আগে ৫ ম্যাচ খেলে ২১৫ রান করেছেন নাসির। রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে তিনে আছেন এই ব্যাটার। সঙ্গে বোলিংয়েও ৫ উইকেট নিয়েছেন তিনি। এভাবে খেললে তাঁকে জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে নান্নু বলেছেন, ‘ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ