হোম > খেলা > ক্রিকেট

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাকিব আল হাসান। ফাইল ছবি

চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এই আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে।

স্টেডিয়ামে প্রবেশের সময় ফখরুল ইসলামের কাছে সাংবাদিকেরা সাকিবের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে জানতে চান। ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা আমার সাবজেক্ট নয়।’ দীর্ঘ সময় পর ক্রিকেট বোর্ডে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কত দিন পর এলেন, তিনি নিজেও মনে করতে পারেননি, ‘বহুদিন পর এলাম। আমার ঠিক মনেও নেই। ১৯৯১ সালে বোর্ড সদস্য হয়েছিলাম।’

গত ৫ মাসে যা হয়েছে, এ রকম কঠিন সময় আগে কখনো পার করেননি সাকিব আল হাসান। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে তাঁর সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েক দিনের মধ্যেই পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় যুক্ত হয় সাকিবের নামও। এরপর প্রতিটা মাসই তাঁর জন্য ঘটনাবহুল। সেপ্টেম্বরে পুঁজিবাজার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা হয় তাঁর বিরুদ্ধে।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন। এবার তাঁর নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস