ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট সিরিজ থেকে বাবর আজমকে বাদ দিয়েছেন পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি। এই সিদ্ধান্ত মানতে পারেননি অনেকে। তার জন্য প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ফখর জামান। নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় এই বাঁহাতি ওপেনারকে আজ কারণ দর্শাও (শোকজ) নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। সেই দলে বাবরের পাশাপাশি জায়গা হয়নি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহেরও। তিনজনই খেলেছিলেন মুলতানের সিরিজের প্রথম টেস্টে। তবে চমকের খবর হয়ে এসেছে বাবরের বাদ পড়া। অবশ্য গত ১৮ ইনিংসে ফিফটিবিহীন এই ডান হাতি ব্যাটার বাদ পড়তে পারেন এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে এই তিন তারকাকে বাদ নয়, বিশ্রাম দিয়েছে জানিয়েছে পিসিবি।
মুলতানের দুই ইনিংসে রান না পেলেও বাবরের বাদ পড়া মানতে পারেননি অনেকে। তাঁদের একজন ফখর। সতীর্থের বাদ পড়ার খবর শুনে তিনি গতকাল ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরাট কোহলির উদাহরণ টেনে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘বাবরের বাদ পড়ার প্রস্তাব শুনে উদ্বিগ্ন। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলির খারাপ সময় লেগেও ভারত তাঁকে বেঞ্চে বসায়নি। তখন তাঁর তিন সংস্করণে রান করেছেন গড়ে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। আর আমরা আমাদের সেরা ব্যাটারকে সাইডলাইনে বসানোর বিবেচনা করছি, যে কি না পাকিস্তানের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন, এটা দলকে গভীর নঞর্থক বার্তায় দেয়। এখনো সময় আছে দলের মধ্যে আতঙ্ক ছড়ানো এড়ানোর। আমাদের উচিত আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতের দিয়ে মনোযোগ দেওয়া।’
কিন্তু ফখরের এমন কঠিন উচ্চারণ পছন্দ হয়নি পিসিবির। নির্বাচক কমিটির সিদ্ধান্তে দ্বিমত জানানোয় বোর্ড কারণ দর্শাতে বলেছে তাঁকে। উল্লেখ্য, মুলতান টেস্টে পাকিস্তান ইনিংস ব্যবধানে হারের ঘণ্টাখানেকের মধ্যে নির্বাচক কমিটি দেয় পিসিবি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল থেকে।