হোম > খেলা > ক্রিকেট

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরিতে ধানমন্ডির রানের পাহাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ১৪৩ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ছবি: সৌজন্য ছবি

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।

ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।

১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।

রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।

বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।

শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ