হোম > খেলা > ক্রিকেট

সুরক্ষাবলয় ভেঙে বাদ পড়লেন বিশ্বকাপের আম্পায়ার 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জৈব নিরাপত্তাবলয় ভাঙার ঘটনা ঘটেছে। তবে কোনো ক্রিকেটার নন, এই আইন ভেঙেছেন বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার মাইকেল গফ।

গত শুক্রবার অনুমতি ছাড়াই হোটেলের সুরক্ষাবলয় ভেঙে বাইরের মানুষের সঙ্গে দেখা করতে যান মাইকেল গফ। গত রোববার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু বিষয়টি জানাজানি হলে সুরক্ষাবলয় ভাঙার অপরাধে সেই ম্যাচ থেকে গফকে অব্যাহতি দেয় আইসিসি, দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারাইস ইরাসমাসকে। 

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘জৈব সুরক্ষাবলয় কমিটি মাইকেল গফকে ছয় দিনের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে। এই ছয় দিনের প্রতিটি দিনই তার করোনা পরীক্ষা করা হবে।’

সুরক্ষাবলয় ভাঙায় গফের বিরুদ্ধে তদন্ত করছে আইসিসির শৃঙ্খলা কমিটি। অপরাধ প্রমাণিত হলে মাঠের দায়িত্ব থেকে সরিয়ে বিশ্বকাপের ‘রিজার্ভ’ আম্পায়ার হিসেবে অবনতি হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫২ ম্যাচ দায়িত্ব পালন করা এই আম্পায়ারের। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের দায়িত্ব থেকেও অব্যাহতি পেতে পারেন মাইকেল গফ। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ