ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টির অন্যতম ‘হটকেক’ রশিদ খান। তবে গত ছয় মাস ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দূরে থাক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি নেই। টি-টোয়েন্টিতে ফেরার অপেক্ষা তার বেড়েই চলেছে।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে রশিদ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পিঠের চোট থেকে সেরে উঠতেই এমন সাবধানে এগোচ্ছেন তিনি। এর আগে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসএল খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। যার মধ্যে ২০২২,২০২৩—টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হয়েছে লাহোর। ২০২৪ মৌসুমে খেলতে পারবেন কি পারবেন না—সেই অনিশ্চয়তা থাকার পরও তাঁকে (রশিদ) ধরে রেখেছিল কালান্দার্স। তবে ভবিষ্যতে আফগানিস্তানের এই লেগস্পিনারকে ধরে রাখতে পারে কালান্দার্স।
রশিদ আইপিএলের আগে ফিট হয়ে উঠবেন বলে জানতে পেরেছে ক্রিকইনফো। এবারের আইপিএলে তিনি খেলবেন গুজরাট টাইটানসের হয়ে। অন্যদিকে আইপিএল শুরুর দিন তারিখ এখনো ঠিক হয়নি। তবে ২২ মার্চ থেকে আইপিএল শুরুর পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করছে বলে কয়েক দিন আগে জানা গেছে। আইপিএলের আগে আফগানিস্তানের জার্সিতেও তাকে দেখা যেতে পারে। খুব সম্ভবত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তার ফেরার কথা। ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আয়ারল্যান্ড-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ।
২০২৪ সালের প্রথম দিকে ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিলেন রশিদ। তবে সেই সিরিজে খেলার মতো যথেষ্ট ফিট তিনি ছিলেন না। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টি—দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আফগানিস্তান কোচ জোনাথন ট্রট বলেন, ’ তার (রশিদ) পিঠের সমস্যা নিয়ে আমরা বেশ সাবধানে এগোচ্ছি। এটাই আমরা নিশ্চিত করতে চাচ্ছি।’
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১০ ম্যাচ খেলেছেন রশিদ। ৬.৪৫ ইকোনমিতে নিয়েছেন ৫৫৬ উইকেট। যা স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। ৬২০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন ডোয়াইন ব্রাভো।