হোম > খেলা > ক্রিকেট

আপনি ঠান্ডা থাকেন আমি মারব, সাকিবকে বলেছিলেন মেহেদী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই জিতে এখন ভালো অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য রান তাড়া করতে গিয়ে ভালোই চাপে পড়েছিল বাংলাদেশ। জুটি বেঁধে চাপ কাটানোর লড়াই করেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান।

১২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২১ রানে ২ উইকেট পড়ার পরই উইকেটে এসেছিলেন মেহেদী। সাকিবকে নির্ভার রাখতে সে সময় চাপটা নিজের ওপরই নিতে চেয়েছিলেন তিনি। উইকেটে সে সময় কী পরিকল্পনা ছিল, সেটি আজ জানিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। মেহেদী বলেন, ‘আমি সাকিব ভাইকে বলেছিলাম, আপনি ঝুঁকি নেবেন না, আমি সব বল মারব। যদি পারি আলহামদুলিল্লাহ। আপনি ঠান্ডা থাকেন, আমি প্রতি বলে মারব।’ 

সিরিজের দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও মোস্তাফিজকে নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছে। সতীর্থ পেসারকে নিয়ে মেহেদী বলেছেন, ‘মোস্তাফিজ আসলে কেমন বোলার, সেটা সবাই ভালো জানি। ছোটবেলা থেকে ওর সঙ্গে বয়সভিত্তিক দলে খেলেছি। আমরা যখন জাতীয় লিগ খেলতাম বা অন্য লিগ খেলতাম সব সময়ই সে উইকেট এনে দিত। মোস্তাফিজের প্রতিটা বল প্রতিপক্ষের ব্যাটসম্যানদের হিসেব করে খেলতে হয়।’ 

দলের প্রয়োজনে অনেক সময় টপ অর্ডারে ব্যাটিং করতে হয় মেহোদীকে। মূলত দ্রুত রান তোলার তাগিদেই তাঁকে আগে নামানো হয়। মেহেদী বলছেন, এই সুযোগটাই তিনি কাজে লাগাতে চান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ খুব কমই আসে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং লাইনআপ অনেক লম্বা থাকে। অধিনায়ক বা কোচের যে নির্দেশনা থাকে সেটা ধরে কাজ করার চেষ্টা করি। যেখানেই নামি না কেন সুযোগটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা সুযোগ একটা মানুষের ক্যারিয়ার বদলে দিতে পারে। আশা করি যে ভুলগুলো আগে করেছি, সেগুলোর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব।’

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন