ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে নিজের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন। বাংলাদেশি পেসার নিজেদের মাঠ প্রোভিডেনস স্টেডিয়ামে টস জিতে আগে লাহোরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গায়ানা। ডোয়াইন প্রিটোরিয়াস ও তানজিম সাকিবের তোপেরমুখে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় লাহোর। প্রিটোরিয়াস ৪টি ও সাকিব নিয়েছেন ২টি উইকেট। ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সে লক্ষ্য তাড়া করেছে গায়ানা।
ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে লাহোরকে বিপর্যয়ে ফেলেন সাকিব। দলীয় ১৩ রানে ওপেনার মির্জা বেগকে (৫) ফেরান এলবিডব্লিউর ফাঁদে। তারপর প্রিটোরিয়াস ও স্পিনার হাসান খান ধসিয়ে দেন মিডল অর্ডার। ওপেনার অ্যাডাম রসিংটনের ২৫ ও টম অ্যাবেলের ৪৫ বরে ৪৮ রানের সৌজন্যে ১২৫ রান তোলে লাহোর।
গায়ানার হয়ে ৩.২ ওভার বল করে ২০ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন সাকিব। ২১ রানে চার উইকেট নিয়েছেন প্রিটোরিয়াস। হাসান খানের শিকার ২ উইকেট।
১২৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই মার্ক দেয়ালকে হারায় গায়ানা অ্যামাজন। তারপর দেখেশুনে খেলতে থাকেন আরেক ওপেনার মঈন আলী ও শাই হোপ। ১৯ বলে ১৭ রান করে মঈন বিদায় নিলে শিমরন হেটমায়ারও দেখেশুনে খেলা শুরু করেন। ২১ বলে ১৪ রান করে বিদায় নেন হেটমায়ারও। হোপ আগলে রাখেন এক প্রান্ত। ৪৩ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন দলকে জিতিয়ে।
১৩ বলে দুটি করে চার-ছক্কায় ২৭ রানের অপরাজিত কিমো পল। লাহোরের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সালমান মির্জা ও আসিফ আফ্রিদি। ৪ উইকেট শিকারের পাশাপাশি দারুণ দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন গায়ানার প্রিটোরিয়াস। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।