হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে রানবন্যার উইকেট দেওয়ার প্রত্যয় বিসিবি সভাপতির

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অসন্তোষের আরেক কথা—রানের ফুলঝুরি দেখা যায় না সেভাবে। উইকেট নিয়ে হয় ব্যাপক আলোচনা। তারপরও এভাবেই চলছে বিপিএল। দেশীয় ক্রিকেটাররাও সেভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন না আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য। 

নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবার উইকেটে সংস্কার এবং ভালো কিছুর আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিপিএলের গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বোর্ড সভাপতি নিজেই। সদস্যসচিব হয়েছেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সদস্য হিসেবে আরও আছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম ও আরেক পরিচালক ফাহিম সিনহা। 

ফারুক জানিয়েছেন, এবার ভালো উইকেট দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। আজ বিপিএলে ড্রাফটে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা। ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না, একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করব এবার যেন ভালো উইকেট হয়।’ 

ক্রিকেটপ্রেমীদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রির একটা পদ্ধতিও অবলম্বন করতে চায় বিসিবি। ফারুক বলেন, ‘টিকিট ডিজিটালের একটা ডেমো দেখেছি আমি। যেহেতু এখনো আড়াই মাস সময় আছে, ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ।’ 

ফারুকের আশা, অন্যান্যবারের চেয়ে এবারের বিপিএল আরও ভালো হবে, ‘এখন থেকে আমরা ক্রমেই উন্নতি করার চেষ্টা করব। সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। যেভাবে ভালো করা যায়। নতুন অনেক কিছু করার চেষ্টা করছি। বাকিটা মাঠে যখন বল গড়াবে, তখন বোঝা যাবে।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন