হোম > খেলা > ক্রিকেট

শেন ওয়ার্ন থাকলে অতিরিক্ত অনুপ্রেরণার দরকার হতো না

ক্রীড়া ডেস্ক

শেন ওয়ার্ন গত ৪ মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে ক্রিকেটে ৫২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির ছাপ রয়ে যাবে বহুদিন। সেটিই যেন স্মরণ করে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে ম্যাক্সওয়েলের মনে পড়ছে স্পিন জাদুকরকে। জানালেন, ওয়ার্ন কোচ হিসেবে লন্ডন স্পিরিটে থাকলে অতিরিক্ত অনুপ্রেরণা দরকার হতো না ম্যাচ জিততে।

আজকে থেকে শুরু হওয়া দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় লন্ডন স্পিরিটকে একসঙ্গে এগিয়ে নেওয়ার কথা ছিল ওয়ার্ন ও ম্যাক্সওয়েলের। ওয়ার্ন নিজেই বার্তা পাঠিয়েছিলেন ম্যাক্সওয়েলকে। কিন্তু তাঁর হঠাৎ মৃত্যু সবকিছু এলোমেলো করে দিয়েছে। তাই দলে প্রথমবারের মতো খেলতে এসে তাঁর শূন্যতা অনুভব করছেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘তোমার অনুপ্রেরণা যেকোনো মূল্যে ম্যাচ জিততে সাহায্য করবে। তুমি দলে থাকলে বাড়তি অনুপ্রেরণা দরকার হতো না।’

প্রথমবারের মতো দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ম্যাক্সওয়েল। ২০২১ এ উদ্বোধনী টুর্নামেন্টেও সুযোগ ছিল লন্ডন স্পিরিটের হয়ে খেলার। কিন্তু অতিমারি কোভিড-১৯ এর কোয়ারেন্টিন অবসাদে ভুগে শেষ সময় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তখন দলের কোচ হিসেবে পেয়েছিলেন কিংবদন্তি ওয়ার্নকে। ওয়ার্নও অবশ্য টুর্নামেন্ট চলার সময় করোনায় আক্রান্ত হয়ে অধিকাংশ ম্যাচেই ছিলেন দলের বাইরে।

বেঁচে থাকলে লন্ডন স্পিরিটের হয়ে আবারও কোচিংয়ের দায়িত্ব পালন করতেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান তারকা লন্ডনের দলটিকে কতটা ভালোবাসতেন সেটাও জানিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘দলটিকে তিনি আত্মা দিয়ে ভালোবাসতেন। লর্ডসে খেলা দলটির কোচিং নিয়ে তিনি প্রায়ই গর্ব করতেন। যা ছিল খুবই মজার। তাঁর জন্য আমরা দলের হয়ে সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন