Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বিতা করাটাই বাংলাদেশের সান্ত্বনা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বিতা করাটাই বাংলাদেশের সান্ত্বনা

প্রথম তিন ম্যাচ হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের কাছে সান্ত্বনার। শেষ ওভার পর্যন্ত লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ। ১ বল আগে ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। 

বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান। এর মধ্যে রিজওয়ানকে আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শরীফুল ইসলামের বলে ফাইন লেগে রিজওয়ানের সহজ ক্যাচ ছাড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। ৭৮ রানে যে উদ্বোধনী জুটি ভাঙতে পারত, তা ভেঙেছে ১০১ রানে। ১৩তম ওভার বোলিং করতে এসে ফিফটি পেরোনো বাবরকে আউট করে জুটি ভাঙেন হাসান মাহমুদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের যা ২৯তম ফিফটি। একই ওভারে রানের খাতা খোলার আগে হায়দার আলিকে বোল্ড করেন হাসান। বাংলাদেশের এই পেসার ১৩তম ওভারে মাত্র ২ রান দেন। 

বাবর, হায়দারের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ নওয়াজ। তৃতীয় উইকেটে ৩৬ বলে ৬৪ রানের জুটি গড়েন রিজওয়ান-নওয়াজ। রিজওয়ানকে আউট করে এই জুটি ভাঙেন সৌম্য সরকার। ব্যক্তিগত ৩২ রানে জীবন পাওয়া রিজওয়ান আউট হয়েছেন ৬৯ রানে। আর শেষ ওভারের পঞ্চম বলে সাইফুদ্দিনকে চার মেরে পাকিস্তানকে জয় এনে দেন নওয়াজ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন হাসান। ম্যাচ-সেরা হয়েছেন রিজওয়ান। ৫৬ বলে ৬৯ রান করেছেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। 

 এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৯ রান করেছেন লিটন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন সাকিব। দুজনেই খেলেছেন সমান ৪২ বল। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। 

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও

অতিরিক্ত ডট বলই ডুবিয়েছে বাংলাদেশকে, শান্তর দায় স্বীকার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

পাকিস্তানকে সঙ্গে নিয়ে ছিটকে পড়ল বাংলাদেশ

বাংলাদেশের সেরা বোলার হবেন নাহিদ রানা, সাবেক ভারতীয় পেসারের ভবিষ্যদ্বাণী

ফারজানার সেঞ্চুরিতে সহজ জয় আবাহনীর

৭৭ রান করে সন্দেহের অবসান ঘটিয়েছেন, শান্তর ফেসবুক পোস্ট

তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

বাংলাদেশের এমন ব্যাটিং অবাক করেছে তাঁদেরও

টপাটপ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ, লড়ছেন শান্ত