হোম > খেলা > ক্রিকেট

শোয়েব বলছেন, বিশ্বকাপের পর কোহলি টি-টোয়েন্টি ছাড়বেন

শোয়েব আখতার আগেও একবার বলেছেন বিষয়টি নিয়ে। সাবেক গতি তারকা কথাটা আবারও বিরাট কোহলির টি-টোয়েন্টির ক্যারিয়ার নিয়ে বললেন। শোয়েবের মতে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সংক্ষিপ্ততম সংস্করণ থেকে বিদায় নিতে পারেন বিরাট কোহলি।

প্রথম ভারতীয় হিসেবে তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলা কোহলি দুর্দান্ত ছন্দে আছেন। সর্বশেষ এশিয়া কাপে পেয়েছেন আরাধ্য টি­-টোয়েন্টি সেঞ্চুরিও। করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান। এই সংস্করণে যতই ছন্দে থাকুন, শোয়েব মনে করেন অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই বিশ্বকাপ খেলেই টি-টোয়েন্টি সংস্করণ ছেড়ে দেবেন কোহলি। ভারতীয় ব্যাটিং তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়তে পারেন টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার লম্বা করতে। ইন্ডিয়াডটকমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘অন্য সংস্করণে ক্যারিয়ার বড় করতে কোহলি সম্ভবত এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসরে যাবে। ওর জায়গায় যদি আমি থাকতাম, বৃহৎ পরিসের ছবিটা দেখতাম এবং সিদ্ধান্ত নিতাম।’

কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপ চলার সময় কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে শোয়েব বলেছিলেন, ‘লম্বা সংস্করণের ক্রিকেটে সে নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাবে। সংক্ষিপ্ত সংস্করণে চেষ্টা করছে, কিন্তু সময় কম। এখানে ভালো স্ট্রাইক রেট বজায় রাখার সঙ্গে দলের জয়ও নিশ্চিত করতে হয়।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ