হোম > খেলা > ক্রিকেট

সেমির আশা কার্যত শেষ জ্যোতিদের

ক্রীড়া ডেস্ক

১০৪ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় সহজ জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে হারাল ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখে। সেই সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ক্যারিবীয়রা। আর টানা দুই ম্যাচে হারায় শেষ চারের আশা কার্যত শেষ নিগার সুলতানা জ্যোতিদের।

নিগার সুলতানা জ্যোতির একার লড়াইয়ে শারজায় গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৬ মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডিয়ান্দ্রা ডটিন (১৯)। তার আগে উইন্ডিজে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হেইলি ম্যাথুজ (৩৪) ও স্টেফানি টেইলর (২৭)। শেমিয়েন ক্যাম্পবেল করেন ২১ রান।  

ওপেনিংয়ে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দিলারা আক্তার (১৯) ও সাথি রানী (৯)। তাঁদের বিদায়ের পর সোবহানা মোস্তারিকে (১৬) নিয়ে ৪০ রানের জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি। এই জুটি ভাঙে দলীয় ৭৩ রানে। তার সঙ্গে ২ রান যোগ হতেই তাজ নেহার (১) ও স্বর্ণা আক্তারকে (০) পরপর দুই বলে ফেরান জাগান আফি ফ্লেচার। পরে নিজের চতুর্থ উইকেট হিসেবে রিতু মনিকেও (১০) ফেরান রামহারাক। 
দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি জ্যোতি। তাঁর ৪৪ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল ৪টি চারে সাজানো।

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

সেকশন