হোম > খেলা > ক্রিকেট

৪২ বছরের নিয়ম ভাঙল অ্যাশেজের সূচি

অ্যাশেজ সিরিজ ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে অ্যাশেজ। পার্থের স্কারবোরো বিচে জাঁকজমক আয়োজনে সূচি ঘোষণা করা হয়েছে। তবে সূচি ঘোষণা করে ৪২ বছরের একটি প্রথা ভেঙেছে সিএ। 

 ১৯৮২-৮৩ মৌসুম থেকে ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হতো ব্রিসবেনে। এবার সেটা শুরু হচ্ছে পার্থ টেস্ট দিয়ে। পাশাপাশি দিবা-রাত্রির টেস্ট হতো অ্যাডিলেডে, এবার হচ্ছে ব্রিসবেনে। ২০১৫ সালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই আয়োজন হয়ে আসছিল অ্যাডিলেডে। 

দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুযায়ী, বড়দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের গ্যালারিতে টানতে বড়দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে দিনের আলোয়। 

আগামী বছরের ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট। ৪ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে শেষ হবে এই অভিজাত লড়াই। ২০২৫ সালের ২১-২৫ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৪-৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় দিবা-রাত্রি হবে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর বক্সিং-ডে চতুর্থ টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই। ২০২৬ সালের ৪-৮ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট। 

 ২০২৩ সালে ইংল্যান্ডের মাঠে ২-২ ড্র হয়েছিল সর্বশেষ অ্যাশেজ সিরিজ। ছাই যুদ্ধের ট্রফি এখন অজিদের কাছে। এবার অস্ট্রেলিয়ার মাঠে বেন স্টোকসদের ট্রফি পুনরুদ্ধারের লড়াই।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ