ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম সংস্করণে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ৫০০ জনের বেশি বিদেশি খেলোয়াড়। তাদের মধ্যে আছেন চার বাংলাদেশিও। এলপিএলে খেলতে নিবন্ধন করেছেন আইসিসির পূর্ণাঙ্গ ও সহযোগি ২৪ দেশের খেলোয়াড়েরা।
আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে নিবন্ধিত বিশ্বমানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেখানে জানা গেছে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তর নাম। এর বাইরে বাংলাদেশিদের মধ্যে আর কেউ নিবন্ধন করেছেন কিনা সেটি জানায়নি এসএলসি।
নিবন্ধিতদের তালিকায় আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ইশ সোধি ও মার্ক চাপম্যান। ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে নিবন্ধন করেছেন শাই হোপ, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার। অস্ট্রেলিয়ার উসমান খাজা, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও পাকিস্তানের নাসিম শাহর মতো তারকারাও আছেন নিবন্ধিতদের তালিকায়।
পাঁচ দলের এলপিএলের এবারের সংস্করণ শুরু হবে ১ জুলাই থেকে। চলবে ২১ জুলাই পর্যন্ত। নিলামের তারিখ এখনো জানায়নি এসএলসি।