হোম > খেলা > ক্রিকেট

যে পরিকল্পনায় ৫ উইকেট মোসাদ্দেকের

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের সহজ পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়া মোসাদ্দেক ম্যাচ শেষে জানালেন, কোন পরিকল্পনায় সফল হয়েছেন তিনি। 

উইকেট নেওয়া নয় মোসাদ্দেকের মূল পরিকল্পনা ছিল আটসাট বোলিং করা। এই পরিকল্পনাতেই বোলিং করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘৫ উইকেটের জন্য বোলিং করিনি। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি বলে মনে হচ্ছে।’ 

আগের ম্যাচে জিম্বাবুয়ে যেহেতু আগে ব্যাটিং করে দুই শ ছাড়িয়ে গেছে এ ম্যাচে তাই তাদের আটকানোই ছিল মোসাদ্দেকের লক্ষ্য। তাঁর কাছে অধিনায়ক নুরুল হাসান সোহানের চাওয়াও ছিল এটাই। মোসাদ্দেক এ ভাবনা নিয়ে বোলিং করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক যখন বল দিয়েছিল, আমার মাথায় ঘুরছিল কীভাবে রানটা আটকে রাখতে পারি প্রথম থেকে। আগের দিন দেখেছি এই উইকেটে দুই শ রান হয়েছে। ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছিলাম ১৬০-১৭০ রানে যদি রাখতে পারি অবশ্যই সেটা আমাদের টিমের জন্য ভালো। ওই পরিকল্পনাই ছিল। আর কিছু চেষ্টা করিনি।’

ডট পরিকল্পনায় বোলিং করে টি-টোয়েন্টিতে দলের পক্ষে চতুর্থ বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে মোসাদ্দেক দারুণ উচ্ছ্বসিত। কখনো চিন্তাও করেননি এমন কীর্তি কখনো গড়তে পারবেন, ‘আমি দারুণ অনুভব করছি। কখনো কল্পনা করিনি ৫ উইকেট পেতে পারি। বোলিং করেছি ডট বলের আশায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি।’

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান