হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

শেষের দিকের ওভারগুলোতে বাংলাদেশের বোলারদের খরুচে বোলিং এখন যে খুবই পরিচিত দৃশ্য। ক্রাইস্টচার্চে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শেষের দিকে খেই হারিয়ে ফেলেন বাংলাদেশি বোলাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ২০৯   রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। তবে প্রথম পাওয়ারপ্লের মধ্যেই নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ফিন অ্যালেন আউট হলে দলীয় ৪৫ রানেই জুটি ভেঙে যায়। অ্যালেনের উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। 

অ্যালেনের বিদায়ের পর উইকেটে তিন নম্বরে নামা মার্টিন গাপটিলকে নিয়ে বাংলাদেশের ওপরে ঝড় তুলতে থাকেন ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করেন কনওয়ে-গাপটিল। গাপটিলকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন এবাদত হোসেন। 

১৭তম ওভারে দারুণ বোলিংয়ে এসে ৫ রান খরচ করে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন, যার মধ্যে ফিফটি পেরোনো কনওয়ের উইকেটও ছিল। ৪০ বলে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করে আউট হয়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনার। তবে শেষ তিন ওভারে ৪২ রান নিয়ে বাংলাদেশকে ২০০-এর ওপরে লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান।  কনওয়ে ছাড়া গ্লেন ফিলিপস ২৪ বলে ৬০ রান করেছেন। দুটো করে উইকেট নিয়েছেন এবাদত ও সাইফুদ্দিন।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ