ক্রীড়া ডেস্ক
কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। গতকাল নিজের অফিশিয়াল এক্স পোস্টে খবরটি নিজেই নিশ্চিত করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
সদ্য ভূমিষ্ঠ কন্যাকে কোলে নেওয়া এক ছবি পোস্ট করে শোয়েব আখতার ক্যাপশনে লিখেছেন, ‘মিকায়েল ও মুজাদ্দিদ এখন এক বোন পেল। আল্লাহ তায়ালা আমাদের এক কন্যা সন্তান দিয়েছেন। স্বাগতম নুরেহ আলি আখতার, ২০২৪ সালের ১ মার্চের জুম্মার সময় পৃথিবীর আলো দেখেছে সে। আপনাদের সবার দোয়া চাই।’
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার আন্তর্জাতিক পর্যায়ে ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ৪৬ টেস্ট খেলে নিয়েছেন ১৭৮ উইকেট। ১৬৩ ওয়ানডেতে নেন ২৪৭ উইকেট।