পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিন আহমেদ কদিন ধরেই ছোট রানআপে হালকা বোলিং করছিলেন। ভালো উন্নতি হওয়ায় এবার পূর্ণ রানআপে বোলিংয়ের সবুজ সংকেত পেয়েছেন এই পেসার। পুরোদমে বোলিংয়ে যদি তাসকিনের সমস্যা না হয়, সেটি হবে দুঃসময়ের মধ্যে থাকা বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তির খবর।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ ডালাসের স্থানীয় সময় বিকেল ৪ টা-সাড়ে ৪টার দিকে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পূর্ণ রানআপে বোলিং করবেন তাসকিন। আগামী ৮ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ফিট হওয়ার জন্য আরও কয়েক দিন সময় পাচ্ছেন তাসকিনও। অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাঁকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।
নিজেদের মাঠে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে চোট পান তাসকিন। চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে পাঁজরের হাড়ে চোট পান। সেই সময় বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল, তাঁর পাঁজরের হাড়ে চিড় পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার পর দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।
তাসকিনের চিকিৎসা চলছে যুক্তরাষ্ট্রে বিশেজ্ঞ চিকিৎসকের পরামর্শে। দুই সপ্তাহ বিশ্রামের পর সেখানে তাঁর একটা এমআরআই স্ক্যান হয়। স্ক্যানে রিপোর্টও আসে ইতিবাচক। তার কদিন পর থেকে ছোট রানআপে হালকা বোলিং করেন তাসকিন। এবার পুরোদমে বোলিংয়ের অপেক্ষাও শেষ হচ্ছে।
বোলিং আক্রমণ নিয়ে চিন্তা আরও বেড়েছে বাংলাদেশের। তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আরেক পেসার শরীফুল ইসলাম চোটে পড়েছেন। গত পরশু ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে চিড় ধরে। ছয়টি সেলাই লেগেছে তাঁর। এই বাঁহাতি পেসারকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার ব্যাপারেও রয়েছে শঙ্কা।