ক্রীড়া ডেস্ক
এমেরিক লাপোর্তের গোলে জয়ের পথেই ছিল আল নাসর। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে আল শাবাবকে সমতার সুযোগ করে দেন আল নাসরের ডিফেন্সিভ মিডফিল্ডার আলী আল হাসান। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানের স্বস্তির জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। একদম শেষ সময়ে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় আল শাবাব।
আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমেছিল বেশ। দুই দলই গোলের জন্য শট নেয় বেশ কয়েকটি। তবে লক্ষ্যে ছিল কমই। আক্রমণে এগিয়ে ছিল আল নাসরই। কিন্তু প্রথমার্ধে গোল বের করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও সহজে গোল হয়নি। ৬৯তম মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করে আল নাসরকে এগিয়ে দেন ডিফেন্ডার লাপোর্তে।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই হাঁটছিল আল নাসর। ৯০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন আলী আল হাসান। এবার মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়বে দুই দল। যোগ করা সময়ে থাকল আরও রোমাঞ্চ। আল নাসরের ফরোয়ার্ড আব্দুররাহমান গারিবকে নিজেদের বক্সে ফেলে দেন আল শাবাবের এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফর স্পটকিকে ২-১ ব্যবধান করেন রোনালদো।
নাটকীয়তা এটুকুতেই শেষ নয়। যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান। আল শাবাবের মরোক্কান ফরোয়ার্ড আব্দেররাজাক হামাদাল্লাহকে বক্সে ফাউল করেন তিনি। পেনাল্টিতে সমতা ফেরানোর সুযোগ পায় আল শাবাব। তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
সৌদি প্রো লিগে সাত ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আল নাসর। সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আল শাবাব।