হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ধবলধোলাই করে আর বিতর্কিত উদযাপন করেনি শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয় দিয়ে শুরু, জয় দিয়ে শেষ—শ্রীলঙ্কা ক্রিকেট দলের এবারের বাংলাদেশ সফরের গল্পটা এমনই। এক মাসের সফরের শেষটা লঙ্কানরা করেছে বাংলাদেশকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে। তবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে হেসেখেলে জেতার পরও লঙ্কান ক্রিকেটাররা তেমন কোনো উদযাপন করেননি। 

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হলেই এখন আলোচনায় ২০২৩ বিশ্বকাপের ‘টাইমড আউট’ ঘটনা। এবারের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে পাল্টাপাল্টি উদযাপন করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। টেস্ট সিরিজ শুরুর আগে তাই লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার কাছে জানতে চাওয়া, টাইমড আউট উদযাপন আবারও হচ্ছে কি না। ধনাঞ্জয়া জানিয়েছিলেন যে টেস্ট সিরিজ জেতার পর দেখা যাবে।

চট্টগ্রামে আজ বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ লঙ্কানরা জেতে ২-০ ব্যবধানে। সিরিজ জয়ের পর ট্রফিটা সামনে রেখে স্বাভাবিকভাবে উদযাপন করে লঙ্কান ক্রিকেট দল। ছবি তোলার সময় তাদের মধ্যে দেখা যায়নি উচ্ছ্বাসের ছিটেফোঁটাও। সিলেট ও চট্টগ্রাম—দুই টেস্টে লঙ্কানদের ৩২৮ রান ও ১৯২ রানের জয়ই বলে দিচ্ছে সিরিজটা কতটা একতরফা হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে যতটা লড়াই হয়েছে, টেস্ট সিরিজটা পানসে হওয়ার কারণে হয়তো ধবলধোলাই করার পরও লঙ্কানদের ছিল সাদামাটা উদযাপন। 

এক মাসের বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ আজ শেষ হলেও শিগগিরই আবার দেখা হচ্ছে তাদের। ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে এশিয়ার দল দুটি। বাংলাদেশ, শ্রীলঙ্কা—এশিয়ার এই দুই দেশের অনেক প্রবাসী থাকেন যুক্তরাষ্ট্রে। জুনের সেই মহারণে হয়তো ঘটবে আলোচিত কোনো ঘটনা। এশিয়ার মাঠ, এশিয়ার দর্শকদের সামনেই যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বাড়তি মশলা যোগ করে সেটা আর না বললেও চলছে। 

এবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে টাইমড আউটের উদযাপনটা শুরু করে বাংলাদেশ। উইকেট নেওয়ার পর হাতে ঘড়ি দেখিয়ে টাইমড আউট উদযাপন করেন শরীফুল ইসলাম। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর একইভাবে (হাতে ঘড়ি দেখিয়ে) উদযাপন করে লঙ্কানরা। ওয়ানডে সিরিজ জয়ের পর উদযাপনে বাংলাদেশ ছিল এক কাঠি সরেস। অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিনয় করে দেখান মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনুরোধ করেছিলেন এমন উদযাপন (টাইমড আউট উদযাপন) না করতে। কিন্তু কে শোনে কার কথা। বাংলাদেশ দল ঠিকই উদযাপন করেছে। পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে সৌম্য সরকারের আউট বিতর্ক, ওয়ানিন্দু হাসারাঙ্গার টেস্টে অবসর ভেঙে ফিরেই নিষেধাজ্ঞা—এমন আলোচিত ঘটনাও ঘটেছে এক মাসের বাংলাদেশ-শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজে। 


আরও পড়ুন: 

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন