হোম > খেলা > ক্রিকেট

এবারের এশিয়া কাপ সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলেছেন শাস্ত্রী ও আকরাম

এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়—এটা বলার অপেক্ষা রাখে না। সেই ১৯৮৪ সালের উদ্বোধনী আসর থেকে শুরু করে চ্যাম্পিয়নের পথে দলগুলোর মধ্যে লড়াই চলছে দুর্দান্ত। এবারের টুর্নামেন্টেও দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমবে ভীষণ—এমন মন্তব্য করেছেন কিংবদন্তি রবি শাস্ত্রী ও ওয়াসিম আকরাম। তাঁদের মতে, এশিয়া কাপের ইতিহাসে ১৫তম আসর হতে যাচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এশিয়া কাপ সম্পর্কে স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মতামত দিয়েছেন শাস্ত্রী ও আকরাম। এবারের টুর্নামেন্টে কোনো দলকে একক শিরোপার দাবিদার হিসেবে মানতে পারেননি তাঁরা। তাঁদের মতে, আরব আমিরাতের এবারের আসরের মতো অতীতের কোনো টুর্নামেন্টে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল পাওয়া যায়নি।

ভারতের সাবেক কোচ শাস্ত্রী বলেছেন, ‘দলগুলোর পারফরম্যান্সের পার্থক্য খুবই কম। ফলে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান শক্তিশালী প্রতিযোগী হলেও বাকি দলগুলোকে কখনো অবমূল্যায়ন করা যাবে না।’

অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরাম বলেছেন, ‘আমাদের যুগে শুধু ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কথা বলা হতো, কিন্তু এখন আফগানিস্তানও খুবই বিপজ্জনক দল। তাদের রশিদ খানের মতো ম্যাচ উইনার আছে। এ ছাড়া অনেক দুর্দান্ত ব্যাটসম্যানও রয়েছে। আর শ্রীলঙ্কা বরাবরই বিপজ্জনক দল। অন্যদিকে বাংলাদেশ উত্থান-পতনে খুবই পারদর্শী।’

একক চ্যাম্পিয়নের নাম উল্লেখ না করলেও নিজেদের দলের শিরোপা জয়ের প্রতি আস্থা রাখছেন দুই লিজেন্ড শাস্ত্রী ও আকরাম।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ