রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ দল দেশে ফিরেছে ৪ সেপ্টেম্বর মাঝরাতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হকদের মতো ক্রিকেটারদের পাশাপাশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরেছেন। কিন্তু সাকিব আল হাসান দেশে না ফিরে চলে গেছেন ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। কেন তাঁকে কাউন্টিতে নেওয়া, সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট।
সাকিবকে সারে নিয়েছে এক ম্যাচের জন্য। অথচ যেকোনো টুর্নামেন্টে সাধারণত এক মৌসুম বা কমপক্ষে ৫-৬ ম্যাচের জন্য খেলোয়াড়কে নেওয়া হয়। এই ‘অদ্ভুতুড়ে চুক্তিতে’ সাকিবের ম্যাচ আজ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। টন্টনে সমারসেটের বিপক্ষে নামবে সাকিবের দল। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। সাকিবকে এক ম্যাচের চুক্তিতে নেওয়ার কারণ হিসেবে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথা উল্লেখ করেছেন। যেখানে দুই স্পিন বোলিং অলরাউন্ডার উইল জ্যাকস, ড্যান লরেন্সকে চার দিনের কাউন্টির ম্যাচে পাচ্ছে না সারে।
লরেন্স ওভালে ব্যস্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে। জ্যাকস ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজে। ১১ সেপ্টেম্বর সাউদাম্পটনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিবকে অদ্ভুতুড়ে চুক্তিতে নেওয়ার ব্যাখ্যায় স্টুয়ার্ট বলেন, ‘আমরা এই সূচির ব্যাপারে আগেই সচেতন ছিলাম। যেখানে এই ম্যাচের সময় আমাদের একাধিক ক্রিকেটার ইংল্যান্ডের ম্যাচ খেলায় ব্যস্ত থাকবে। দুই স্পিন বোলিং অলরাউন্ডারকে আমরা মিস করব। সাকিবের মতো খেলোয়াড় নেওয়ার সুযোগ যখন এল, তখন সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেল।’
বাংলাদেশের হয়ে সাকিব এরই মধ্যে পার করেছেন ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রেকর্ডের পাশাপাশি রয়েছে অসংখ্য শিরোপা। সাকিবের অভিজ্ঞতা সারের অনেক উপকার করবে বলে আশা ডিরেক্টর অব ক্রিকেট স্টুয়ার্টের, ‘সাকিবের অনেক অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সে দারুণ দক্ষ। সে সারের জন্য কী করতে পারে, সেটা দেখতেই মুখিয়ে আছি।’
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, সাই সুদর্শনের পরিবর্তে সারেতে খেলবেন সাকিব। সুদর্শন ২০২৪-২৫ দলীপ ট্রফি খেলতে ভারতে ফিরেছেন। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। অন্যদিকে সাকিবের সারে ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে। দুইয়ে থাকা সমারসেটের পয়েন্ট ১৬৯। তারাও খেলেছে ১১ ম্যাচ।
আরও খবর পড়ুন:
- কলম্বিয়া ম্যাচের আগে এ কোন ঝামেলায় আর্জেন্টিনা
- লারার পর সাঙ্গাকারাকেও ছাড়িয়ে গেলেন রুট
- বাংলাদেশের ম্যাচ না হতে দেওয়ার হুমকি ভারতের হিন্দু মহাসভার
- বাংলাদেশ থেকে সরে গেল আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট
- অশ্বিনের কথা শুনে পাকিস্তানি ক্রিকেটারের ‘মেজাজ গরম’
- মেট্রোরেলের কোম্পানি চলে আপন খুশিতে, পাত্তা পায় না কর্তৃপক্ষ
- খাসজমিতে ১০ তলা ভবন
- ২৫ জেলায় নতুন ডিসি
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক
- ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৭৫০ কোটি ডলার
- রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র
- ওএসডি হলেন বিসিএস প্রশাসন ক্যাডারের সেই সায়লা ফারজানা
- শিক্ষার্থীদের স্বপ্নের বাইরে যাওয়ার ইচ্ছা নেই সরকারের: ইউনূস
- ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা
- ১০ বছর আগে হাত-পায়ের রগ কাটা হয়েছিল, এবার পিটিয়ে হত্যা
- বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে ওঠবস
- রেমিট্যান্সে উল্লম্ফন, সেপ্টেম্বরে নতুন রেকর্ডের পথে
- ১১ মাসে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ল চার বিদেশি এয়ারলাইন্স
- এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
- মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে
- যমুনার ওপর এখনই পূর্ণগতি পাচ্ছে না ট্রেন
- কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি: জেলা যুবদলের সমন্বয়ক মাজেদ
- বাংলাদেশি রবিনের ১ হাজার ৬০০ কোটি ডলারের কোম্পানি কিনছে মার্কিন ব্ল্যাকস্টোন
- প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, কী তাঁর পরিচয়
- ২৬ লাখ ভারতীয়কে চাকরি থেকে বিদায় দিন