হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে ছাড়িয়ে তাইজুলের দ্রুততম ‘ডাবল সেঞ্চুরি’

ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসান নেই। সেই অভাব বুঝতেই দিচ্ছেন না তাইজুল ইসলাম। মিরপুরে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট করে চড়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদেরও কঠিন পরীক্ষা নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। ১০৮ রানে প্রোটিয়াদেরও ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। 

এর মধ্যে একাই ৫ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে ২০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তাইজুল। সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তবে একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন তাইজুল। নিজের ৪৮তম টেস্টে উইকেটের ডাবল সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট। 

১৯৬ উইকেট থেকে মিরপুর টেস্ট শুরু করেন তাইজুল। দিনে তাঁর প্রথম শিকার হয়ে ফেরেন ত্রিস্তান স্টাবস। এরপর ডেভিড বেডিংহাম ও ওপেনার টনি ডি জর্জিকে আউট করেন। ম্যাথু ব্রিটজেকে আউট করে পূর্ণ করেন ২০০ উইকেট।টেস্টে ১৩তম বার পঞ্চম উইকেট শিকার করেছেন তাইজুল। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের ক্লাবে ঢুকতে মেহেদী হাসান মিরাজের দরকার ১৭ উইকেট। 

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন