ক্রিস্টিয়ানো রোনালদোর ২০২৩-এর শেষটা মনে রাখার মতো। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে সব কিছুই ছিল দুর্দান্ত। ২০২৩-এর শেষ ম্যাচে আল নাসরের জার্সিতে গোল করেছেন। এরপর মায়ের জন্মদিনে বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বছরের শেষটা আরও স্মরণীয় করে রেখেছেন।
২০২৩-এর শেষ দিনে গতকাল ৬৯ বছর পূর্ণ করেন রোনালদোর মা মারিয়া দোলোরেস দোস সান্তোস ভিভেইরোস দা অ্যাভেইরো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মায়ের ৬৯তম জন্মদিনে রোনালদো পোর্স কেইন্নে গাড়ি উপহার দিয়েছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মারিয়াকে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বিলাসবহুল গাড়ি দেখিয়েছে। গাড়ি দেখে রোনালদোর মা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পরে মারিয়া গাড়ির চালকের আসনে বসেছেন।
গাড়ি উপহার দেওয়ার ছবি পরে রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ভাই রোনালদোর এমন কাজে মুগ্ধ হয়ে প্রশংসা ঝরেছে কাতিয়ার কণ্ঠে। সামাজিকমাধ্যমে কাতিয়া বলেন, ‘তিনি (রোনালদোর মা) খুশি হয়েছেন কারণ ছেলে তাঁকে স্মরণ করেছে। উপহারটা কত দামি তা দেখে তিনি (রোনালদোর মা) খুশি হননি। মা-বাবাকে সম্মান করুন। পৃথিবীতে আপনি দীর্ঘায়ু হবেন।’