Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

মায়ের জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার রোনালদোর 

ক্রীড়া ডেস্ক

মায়ের জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার রোনালদোর 

ক্রিস্টিয়ানো রোনালদোর ২০২৩-এর শেষটা মনে রাখার মতো। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে সব কিছুই ছিল দুর্দান্ত। ২০২৩-এর শেষ ম্যাচে আল নাসরের জার্সিতে গোল করেছেন। এরপর মায়ের জন্মদিনে বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বছরের শেষটা আরও স্মরণীয় করে রেখেছেন। 

২০২৩-এর শেষ দিনে গতকাল ৬৯ বছর পূর্ণ করেন রোনালদোর মা মারিয়া দোলোরেস দোস সান্তোস ভিভেইরোস দা অ্যাভেইরো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মায়ের ৬৯তম জন্মদিনে রোনালদো পোর্স কেইন্নে গাড়ি উপহার দিয়েছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মারিয়াকে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বিলাসবহুল গাড়ি দেখিয়েছে। গাড়ি দেখে রোনালদোর মা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পরে মারিয়া গাড়ির চালকের আসনে বসেছেন। 

গাড়ি উপহার দেওয়ার ছবি পরে রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ভাই রোনালদোর এমন কাজে মুগ্ধ হয়ে প্রশংসা ঝরেছে কাতিয়ার কণ্ঠে। সামাজিকমাধ্যমে কাতিয়া বলেন, ‘তিনি (রোনালদোর মা) খুশি হয়েছেন কারণ ছেলে তাঁকে স্মরণ করেছে। উপহারটা কত দামি তা দেখে তিনি (রোনালদোর মা) খুশি হননি। মা-বাবাকে সম্মান করুন। পৃথিবীতে আপনি দীর্ঘায়ু হবেন।’ 

ক্লাব ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেলার কাছাকাছি আছেন রোনালদো। পাঁচ ক্লাব মিলে ৯৯৩ ম্যাচে করেছেন ৭৩৯ গোল। অ্যাসিস্ট করেন ২৩৬ গোলে। গত বছর থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের জার্সিতে ৪৪ ম্যাচে করেছেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। আল নাসরের জার্সিতে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। যা সৌদি ক্লাবটির মেজর কোনো শিরোপা। আল নাসরের আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, স্পোর্টিং সিপির হয়ে খেলেন রোনালদো।

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার