ক্রীড়া ডেস্ক
ছাদে লাগলেই ছক্কা—‘পাড়ার ক্রিকেটের’ মতোই ঘটনা দেখা গেল বিগ ব্যাশে। গতকাল মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন ম্যাচে এমন ঘটনা ঘটেছে দুবার। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে।
ডকল্যান্ডসে ‘মেলবোর্ন ডার্বিতে’ প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান করে রেনেগেডস। ১৬৩ রান তাড়া করতে নামা স্টার্সের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডকে তুলে মেরেছিলেন জো ক্লার্ক। বল সোজা ছাদ বরাবর আঘাত করে এবং আম্পায়ার ছক্কা ঘোষণা দেন। দ্বিতীয় ঘটনা ঘটে ইনিংসের ১৬তম ওভারে। ওভারের প্রথম বলে টম রজার্সকে শট করতে গিয়েছিলেন বিউ ওয়েবস্টার। এবারও বল ছাদে আঘাত করলে ছক্কা দেওয়া হয়। বিগ ব্যাশের নতুন আইন মেনেই ছক্কা দেওয়া হয়েছে। ১৯.৭.১ আইন অনুসারে, ‘বল ছাদের কোথাও আঘাত করলে তা ছক্কা ঘোষণা করা হবে।’
বিগ ব্যাশের এই জোড়া ছক্কা নিয়ে মজাদার টুইট করছেন নেটিজেনরা। স্টার্ক নামের একজন টু্ইট করেছেন,‘বিগ ব্যাশ আমাকে ছোটবেলার স্কুল ক্রিকেটের স্মৃতি করিয়ে দিচ্ছে। ছাদে লাগলে কীভাবে ছক্কা দেওয়া হয়। সবচেয়ে বাজে অবস্থা। আর সীমানার বাইরে ক্যাচ ধরলে তা আউট দেওয়া হয়।’ ছাদে লেগে ছক্কা হওয়ার নিয়ম বাতিলের দাবি তুলেছেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘ছাদের নিয়ম বাতিল করে দেওয়া উচিত। আকাশে উঠলেই সেটা ছক্কা হতে পারে না।’