ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফেরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে দুই পেসার—তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুই পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও ও তাইজুল ইসলাম।
অন্যদিকে ইংল্যান্ড তাদের একাদশে এনেছে দুটি পরিবর্তন। জফরা আর্চার ও ক্রিস ওকসের পরিবর্তে খেলছেন সাকিব মাহমুদ ও স্যাম কারান।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।