ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডসের হারে লাভই হলো বাংলাদেশের। বিশ্বকাপের রাউন্ড রবিনের পয়েন্ট তালিকার তলানিতে পড়ে থাকতে হলো না সাকিব আল হাসানদের। আর প্রথম দুই ম্যাচে হারলেও টানা তিন জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৬ পয়েন্ট নিয়ে চারে অজিরা। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ডাচরা। তারা নিচে নামায় সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে ৯ নম্বরে উঠে এলো বাংলাদেশ।
লক্ষ্য ৪০০ রানের। অস্ট্রেলিয়ার দেওয়া এই লক্ষ্য তাড়ায় ১০০ রানও করতে পারল না নেদারল্যান্ডস। কোনোভাবে টিকতে পারল ২১ ওভার। ডাচরা অলআউট ৯০ রানে। ৩০৯ রানের হারে লজ্জাজনক এক রেকর্ডের পাশেও বসল তাদের নাম।
বিশ্বকাপে এটিই সর্বোচ্চ রান ব্যবধানে হার। আগেরটি ছিল আফগানিস্তানের, সেটিও অজিদের বিপক্ষে। ২০১৫ বিশ্বকাপে পার্থে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা, হেরেছিল ২৭৫ রানে।
ডাচরা চাইলে শ্রীলঙ্কাকেও লজ্জার হাত থেকে মুক্তি দিতে পারত। এ বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ৩১৭ রানে হেরেছিল লঙ্কানরা, যা ওয়ানডেতে সর্বোচ্চ রান ব্যবধানে হার। ডাচদের এই তালিকায় স্থান হলো দুইয়ে।
গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ব্যাটিং-বান্ধব উইকেটে অবশ্য এমন রেকর্ডের বন্যায় বইয়ে দিয়েছে অজিরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে লোগান ফন ভিকের বলে ওপেনার মিচেল মার্শ (৯) ফিরলেও দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। এই জুটি ভাঙেন আরিয়ান দত্ত। স্মিথ ৭১ রানে ফিরলেও টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। সেই সঙ্গে এই ওপেনার অজিদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে টপকে যান রিকি পন্টিংকে (৫)। ৬ সেঞ্চুরিতে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দুইয়েও উঠে এলেন ওয়ার্নার, পাশে বসেছেন শচীন টেন্ডুলকারের।
ওয়ার্নারও ফেরেন ফন ভিকের বলে। তার আগে ৯৩ বলে ১১ চার ও ৩ ছয়ে করেন ১০৪ রান। তাঁর বিদায়ের পর ঝড় শুরু গ্লেন ম্যাক্সওয়েলর। তার আগে ৬২ রানে ফেরেন মারনাস লাবুশেন। গত ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল ৫ উইকেটে ৪২৮ রান, এটিই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ স্কোর। সেই ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন এইডেন মার্করাম, যা বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি।
একই মাঠ সাক্ষী হলো আরেকটি ইতিহাসের। ডাচদের বিপক্ষে ম্যাক্সওয়েল সেঞ্চুরি করলেন ৪০ বলে। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনিই। নিজের শেষ ৯ বলে ৪০ রান করেন ম্যাক্সি। তাঁর ৪৪ বলে ৯ চার ও ৮ ছয়ে সাজানো ১০৬ রানের ইনিংসে ভর করে অজিদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩৯৯ রান। ডাচদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিতে ফন ভিক ১০ ওভারে দেন ৭৪ রান।
পাহাড়সম লক্ষ্যের সামনে ডাচরা যেন আগেই ম্যাচটা হেরে বসে। তাদের এই ব্যাটিং দেখে কে বলবে, দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছিল! অজিদের বিপক্ষে ২৮ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর অ্যাডাম জাম্পার ঘূর্ণির সামনে তাসের ঘরের মতোন ভেঙে পড়া নেদারল্যান্ডসের সর্বোচ্চ ইনিংস বলতে ওপেনার বিক্রমজিত সিংয়ের ২৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান তেজা নিদারমানুরুর। ৪ উইকেট নেন জাম্পা। ইনিংসের শুরুতেই ওপেনার ম্যাক্স ও’ডাউডকে ফিরিয়ে একটি মাইলফলকও পা রাখেন মিচেল স্টার্ক। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে থাকা লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেছেন তিনি। দুজনের উইকেটসংখ্যা ৫৬।