Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

কোহলির আরেকটি রেকর্ড ভেঙে দিলেন বাবর

ক্রীড়া ডেস্ক

কোহলির আরেকটি রেকর্ড ভেঙে দিলেন বাবর

কয়েক বছর ধরে বাবর আজমের সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির একের পর এক রেকর্ড ভেঙে দেওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট খেলতে নেমেও তার ব্যত্যয় হলো না পাকিস্তান অধিনায়কের। 

কোহলির আরেকটি রেকর্ড কেড়ে নিয়েছেন বাবর। এশিয়ানদের মধ্যে দ্রুততম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১০ হাজার রানের মালিক হলেন তিনি। আর পাকিস্তানিদের মধ্যে ১১তম ব্যাটার হিসেবে নাম লেখালেন ১০ হাজারি ক্লাবের। ৭২ বলে ৩৪ রান করে এই মাইলফলকে পা রাখেন বাবর। এশিয়ানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত সময়ে ১০ হাজার রানের সংগ্রাহক হতে কোহলির লেগেছিল ২৩২ ইনিংস। বাবর লেগেছে ২২৮ ইনিংস।

পাকিস্তানি অধিনায়ক গড়েছেন আরেকটি রেকর্ডও। নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হতে কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াঁদাদের লেগেছিল ২৪৮ ইনিংস। যেখানে বাবরের লেগেছে ১৬ ইনিংস কম। এখানেই শেষ নয় ২৭ বছর বয়সী তারকার কীর্তি। দ্রুততম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হওয়ার পথে ভিভ রিচার্ডস (২০৬ ইনিংস), হাশিম হামলা (২১৭ ইনিংস), ব্রায়ান লারা (২২০ ইনিংস) ও জো রুটের (২২২ ইনিংস) পরে এখন বাবরের অবস্থান। 

রোববার গল টেস্টের দ্বিতীয় দিনে বাবরের ব্যাটেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ রানে ব্যাট করছেন তিনি। প্রথম ইনিংসে ৯ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৮৮ রান। শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে তারা পিছিয়ে ৩৪ রান।

আইপিএল খেলার সুযোগ দেখছেন সাবেক পাকিস্তানি পেসার

কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, যা বলছেন বিসিবি সভাপতি

পাপনের মতো ‘টার্গেট নেক্সট ওয়ার্ল্ডকাপে’ বিশ্বাসী নন বর্তমান বিসিবি সভাপতি

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘একদমই ফালতু’ বললেন গিলেস্পি

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন

ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে জড়াল পাকিস্তান

বরুণকে আটকানোর কৌশল খুঁজছে নিউজিল্যান্ড

রোববারের ফাইনালে ভারতের হারই বেশি

বাবরের বাবাকে এবার একহাত নিলেন পাকিস্তানি ক্রিকেটার