হোম > খেলা > ক্রিকেট

আফ্রিদির তোপে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানে জাতীয় দল যখন দুর্দান্ত খেলছে, তখন ‘এ’ দল পেল হারের স্বাদ। ইসলামাবাদে আজ ‘পাকিস্তান শাহিনস’ অর্থাৎ পাকিস্তান ‘এ’ দলের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’। ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দল ৩৬ ওভারে অলআউট হয়েছে ১৮৩ রানে। পাকিস্তান শাহিনস লক্ষ্যটা পেরিয়ে যায় ৮ উইকেট হাতে রেখে। 

টস জিতে বাংলাদেশ ‘এ’ দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় শাহিনস। আব্বাস আফ্রিদির তোপে ৩০ রানের মধ্যে ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাঈম (৬) ও সৌম্য সরকার (৯)। বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসে সবচেয়ে বড় জুটি হয়েছে এরপরই। তৃতীয় উইকেটে অধিনায়ক তাওহীদ হৃদয়কে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন সাইফ। ৫৮ রান করে সাইফ আব্বাসের তৃতীয় শিকার। 

এরপর আরেকটা ঝড়ে এলোমেলো বাংলাদেশের লোয়ার অর্ডার, ৮৪ থেকে ১১৬—৩২ রানের মধ্যে হারায় ৪ উইকেট। স্কোর কিছুটা ভদ্রস্থ হয় রিশাদ হোসেনের ব্যাটিংয়ে চড়ে। নয়ে নামা রিশাদ করেছেন ৩৭ বলে ৪০ রান। ৩৬ ওভারে বাংলাদেশ ‘এ’ অলআউট ১৮৩ রানে। ৫ উইকেট নিয়েই আব্বাস শাহিনসের সবচেয়ে সফলতম বোলার। 

সহজ লক্ষ্য তাড়ায় শাহিনস ১৩ রানে প্রথম উইকেট হারালেও হাসিবউল্লাহ-উসমান খানের ১২৯ রানের জুটি শাহিনসের সহজ জয় এনে দেয়। উসমান খান করেছেন ৬০ বলে ৮৭ রান। হাসিবউল্লাহ অপরাজিত ৭৩ রানে।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান